নবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

নিউজ ডেস্ক:

দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার রাতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

নিহতরা হলেন— রফিকুল ইসলাম (২৮) ও ওয়াজেদ আলী (৩০)। রফিকুল ইসলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার খদ্দ পাঠানপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং ওয়াজেদ আলী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃষ্ণরায়পুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন— নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, কনস্টেবল রমেন মানিক, কনস্টেবল আব্দুল কাদের ও কনস্টেবল তুষার রায়।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন।