নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।
নিহত ওই কৃষক পীরগঞ্জ পৌরসভার গাড়াবেড় গ্রামের সমশের আলীর পুত্র মমদেল হোসেন (৬০)।
আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি গাছ বাগানে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকালে বাগানের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানিয়েছেন, নিহতের ময়না তদন্ত শেষে জানা জাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পীরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।