স্টাফ রিপোর্টার:
রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, আইন সবার জন্য সমান। শুধু সাধারণ মানুষই নয়, পুলিশও অপরাধ করলে কোনো ছাড় নেই। অপরাধ প্রমাণিত হলে শাস্তি পেতেই হবে। তখন অপরাধীর পরিচয় শুধু অপরাধী, অন্য কিছু নয়।
পীরগাছায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনতার পুলিশ হতে হবে। পেশাদারিত্বের জায়গা থেকে আন্তরিকতার সাথে জনগণকে প্রত্যাশিত সেবা দেয়াই পুলিশের কাজ।
এসপি বলে, দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সাধারণ মানুষের সেবা প্রদানে দায়িত্ববান হওয়া জরুরি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পীরগাছা থানা অফিসার ইনচার্জ এর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
পীরগাছা থানার আয়োজনে মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ওসি মোঃ রেজাউল করিম। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো: আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত /অপারেশন) ও কোর্ট পুলিশ সভায় উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার