নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় পুকুর থেকে রানা মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল উপজেলার গুয়াবাড়ি এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। রানা মিয়া উপজেলার গুয়াবাড়ি বালাপাড়া গ্রামের শফি উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ৯ জুলাই সকালে বাড়ি থেকে বের হন রানা মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার বিকেলে স্থানীয় মোন্নাফ মিয়ার পুকুরে কচুরিপানার পানির নিচে রানা মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম বলেন, আমরা লাশটি উদ্ধার করেছি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার