শামীম আখতার:
রংপুরে কলেজছাত্রী রুবাইয়া ইসলাম রুবিকে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফু্ল ইসলাম তারাগঞ্জ উপজেলার উজিয়াল হাড়িয়ালকুটি এলাকার মৃত আপিল উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ ফেব্রুয়ারি ভিকটিমকে আসামীর আত্নীয় বাড়িতে নিয়ে আসে। এ সময় উভয়ের মধ্যে প্রেম ঘটিত বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে রুবাইয়া ইসলাম রুবিকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে এবং ২/৩ জনের সহযোগিতায় লাশ বস্তায় ভরে মমিনপুর এলাকার মিলের পাড় তিস্তা ক্যানেলে ফেলে দেয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, জেলা বিশেষ শাখার ডি আই ও (১) এ কে এম শরিফুল আলম, এবিএম সাজেদুল ইসলাম, কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক তদন্ত জাকির হোসেন। খবর বিজ্ঞপ্তির
উল্লেখ্য, গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) রংপুর সদর উপজেলার মমিনপুন মিলের পাড় এলাকায় একটি ক্যানেল থেকে অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বস্তাবন্দি লাশটি রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বদরুজ্জামানের মেয়ে রুমাইয়া আক্তার রুমির। তিনি দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মমিনপুর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ক্যানেলের পানিতে সাদা রঙের ইউরিয়া সারের বস্তার একটি লাশ আছে বলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তার মুখ খুলে দেখা যায় তরুণীর লাশ। তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটি কাগজ মেলে। ওই কাগজে লেখা তথ্য দিয়ে তাকে শনাক্ত করে পুলিশ।
সংবাদটি পড়ুন: রংপুরে ব্রীজের নীচ থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার