রংপুরে নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান, জরিমানা

স্টাফ রিপোর্টার:

রংপুর নগরীর মাহিগঞ্জ খাসবাগ এলাকায় অবৈধ ও নকল পিভিসি পাইপ ও প্লাস্টিকের কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‍্যাব-১৩ ও বিএসটিআই এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনকারী ৩ টি কারখানায় অভিযান পরিচালিত হয়। বিএসটিআই এর অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পিভিসি পাইপ ও প্লাস্টিক উৎপাদনের দায়ে ৩ টি কারখানার মালিককে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহিগঞ্জ খাসবাগ এলাকায় আজিজ পাইপ ফ্যাক্টরি, তমিজ পাইপ ফ্যাক্টরি ও এমএইচ পাইপ ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালিত হয়।

অনুমোদনহীন এবং পরিবেশের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় পণ্য উৎপাদন কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply