নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন।
রংপুরে যোগদানের পর নবাগত পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ডিআইজি দেবদাস ভট্টাচার্য নতুন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে বেলা আড়াইটার দিকে ঢাকা থেকে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাকে জেলা পুলিশের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে জেলার আট থানার অফিসার ইনচার্জসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল ও সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন পুলিশ সুপারকে বরণ করেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বিপ্লব কুমার সরকারসহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রংপুরে নতুন পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ফেরদৌস আলী চৌধুরীকে বদলি করা হয়। বর্তমানে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের দায়িত্বে রয়েছেন রংপুরের সদ্য বিদায়ী পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এম২৪নিউজ/আখতার