মিঠাপুকুর উপজেলা বিএনপি’র সভাপতি রব্বানী, সম্পাদক নিক্সন

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার জীবনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক গোলাম রব্বানি ও ফুটবল প্রতীক নিয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।

এছাড়াও মই প্রতীক নিয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফৌজিয়া ইসলাম কণা, হরিণ প্রতীক নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল হক ইমন, দেয়াল ঘড়ি নিয়ে ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমন সরকার এবং ঘুড়ি প্রতীক নিয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোজাহিদুল ইসলাম।

মিঠাপুকুর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীরা। ছবি- M24News

এরআগে সকালে মিঠাপুকুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

প্রসঙ্গত, উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যাঁরা নির্বাচিত হয়েছেন তারাই কমিটির অন্যান্য পদগুলি পরবর্তীতে আলোচনা/সমঝোতার মাধ্যমে পুরন করবেন বলে যানা গেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply