বেরোবিতে ভাষা শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

অনলাইন ডেস্ক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. আরএম হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: আতিউর রহমান, সহকারী প্রক্টর মো: ছদরুল ইসলাম সরকার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাসুদ-উল-হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।