আমরা জয়ের পথে : বাইডেন

অনলাইন ডেস্ক:

আমরা জয়ের পথে রয়েছি বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নির্বাচনী রাতে ডেলাওয়ারের উইলমিংটনে এক বক্তৃতায় জো বাইডেন এ কথা বলেন।

বাইডেন বলেছেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেছেন, প্রতিটা ভোট গণনা শেষ না হওয়াপর্যন্ত এটার (নির্বাচনী প্রক্রিয়ার) সমাপ্তি হবে না। আমরা যে অবস্থায় রয়েছি, তাতে আমরা আশাবাদী।

এছাড়া বাইডেন বলেন, আমরা অ্যারিজোনায় জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী। এর মধ্যেই মিনেসোটায় জয় পেয়েছি। জর্জিয়াতেও আমাদের সম্ভাবনা রয়েছে। মিশিগানে জয় পাওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী।

আমরা আগামীকাল সকাল নাগাদ পুরো ফলাফল পেতে পারি। তবে এটা আমার বা ট্রাম্পের দায়িত্ব নয় বলা যে, কে বিজয়ী হবে? এটা আমেরিকান জনগণের সিদ্ধান্ত, বলেন বাইডেন।

মার্কিন মিডিয়ার জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন বাইডেন। বিবিসি

এম২৪নিউজ/আখতার