নিউজ ডেস্ক:
রংপুর বিভাগে মঙ্গলবার নতুন করে ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩৪২ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি ৭৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর পরেই দিনাজপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে এবং মৃত্যু হয়েছে ৮ জনের। নীলফামারী জেলায় ৩০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত হয়েছে ২১৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। ঠাকুরগাঁওয়ে আক্রান্ত হয়েছে ১৮৫ জন এবং মৃত্যু হয়েছে দুইজনের। পঞ্চগড়ে আক্রান্ত ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। লালমনিরহাট জেলায় এ পর্যন্ত সবচেয়ে কম ৭৮ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কুড়িগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ১২১ জন।