লালমনিরহাটে দিনদুপুরে কিশোরীকে গণধর্ষণ, আটক ২

নিউজ ডেস্ক:

লালমনিরহাটে তিস্তা সেতুর টোল প্লাজা সংলগ্ন একটি গুদামে দিনদুপুরে এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- রাজারহাট ঘড়িয়ালডাংগা এলাকার আতিকুল ইসলাম ও নির্মল চন্দ্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে তিস্তা সেতু দেখানোর নামে ওই কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায় আতিক ও তার প্রতিবেশী নির্মল। বিকেলে সেতু দেখিয়ে সেখানকার টোল প্লাজা এলাকার একটি গুদামে নিয়ে তাকে ধর্ষণ করে দুইজন। ওই কিশোরী কোনোরকমে পালিয়ে টোল প্লাজায় টহলে থাকা পুলিশ সদস্যদের কাছে গিয়ে পুরো ঘটনা জানায়। পরে পুলিশ গিয়ে আতিক ও নির্মলকে আটক করে।

লাল্মনিরহাট সদর থানার ওসি মো. শাহ আলম জানান, ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আটক দুই ধর্ষক পুলিশের হেফাজতে রয়েছে।

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামান জানান, ধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার