নিউজ ডেস্ক:
ভোলার লালমোহনে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও এক গ্রাম পুলিশের বাড়ি থেকে ১৩ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে এবং দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এসময় ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুয়েল হাওলাদারের পিতা ও সাবেক ইউপি সদস্য নান্নু হাওলাদারকে আটক করে পুলিশ।
ওসি আরো জানান, চাল উদ্ধারের সময় জুয়েলের ঘর থেকে ৭টি খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড উদ্ধার হয়। এসব কার্ডধারীরা তার পরিবারের সদস্য কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরদিকে গ্রাম পুলিশ মাহে আলমের ঘর থেকে ৬ বস্তা চাল উদ্ধারের সময় সেও বেশ কয়েকটি কার্ড দেখিয়েছে। ধারনা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন অসচ্ছল ব্যক্তিদের নামে এসব কার্ড ইস্যু করে নিজেরাই সরকারি চাল ভোগ করছেন।
ঘটনার পর থেকে গা ঢাকা দেয়ার কারণে অভিযুক্ত ইউপি সদস্য জুয়েলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বদরপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল হক তালুকদার বলেন, তারা কিভাবে চাল নিলো তা বলতে পারছি না। অবৈধভাবে চাল মজুদ বা আত্মসাৎ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে প্রশাসন।
সূত্র: ইত্তেফাক অনলাইন।