জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা কমিটির মাসিক সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার:

জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা কমিটির মাসিক সমন্বয় সভা আজ শুক্রবার মিঠাপুকুর মডেল টিচিং হোম সেন্টারের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত হয়।

জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার মোহন লাল কুজুরের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সহ-সভাপতি সুধীর খালকো, সাধারণ সম্পাদক গোলাপ বাড়া, দপ্তর সম্পাদক বুলু খালকো, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক বাবুলাল মার্ডি, আইন বিষয়ক সম্পাদক বিনোদ কুজুর, শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ কুমার সিংহ,কার্যকরী সদস্যদের মধ্যে বাবলু টপ্য, শ্রীমতি আলোতি খালকো, চাঁনমনি টপ্য, মুকুল কুজুর, সবুজ টপ্য, শেফালী মার্ডি, দেবেন পাহাড়ী, নিয়তি রানী প্রমুখ।

মাসিক সমন্বয় সভায়, জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার পরিকল্পনা,সঠিক সময়ে নিয়মিত মিটিংএ উপস্থিত,সদস্যদের কাছ থেকে বিভিন্ন অনুদান সংগ্রহ, অফিস ঘর, বিভিন্ন জাতীয় দিবসসহ এলাকার বৃদ্ধমান সামাজিক সমস্যা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় জাতীয় আদিবাসী পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সকল কার্যকারী সদস্যবৃন্দ  উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply