পাঁচ মাস পর মিঠাপুকুরে নতুন ইউএনও’র যোগদান

শামীম আখতার ||

পদ শূণ্য হওয়ার প্রায় পাঁচ মাস পর মিঠাপুকুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৫ তম বিসিএস ক্যাডারের রকিবুল হাসান।

গত বুধবার (৩১ মে) রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

আজ বৃহস্পতিবার (১ জুন) সকালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন প্রশাসনিক কর্মকর্তাগণ।

নবাগত ইউএনও রকিবুল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন প্রশাসনিক কর্মকর্তাগণ। ছবি– M24News

নবাগত ইউএনও রকিবুল হাসান এরআগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামে।

প্রসঙ্গত. গত ৭ জানুয়ারী সাবেক ইউএনও ফাতেমাতুজ জোহরা উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পর থেকে পদটি শূণ্য হয়ে যায়। তারপর থেকে প্রায় পাঁচ মাস ধরে ইউএনও হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রুহুল আমিন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply