মিঠপুকুরে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের পক্ষে যোগ দিলেন জাপা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ মিঠাপুকুর আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের সাথে যোগ দিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মধু।

তিনি গতকাল রোববার বিকেলে শতাধিক নেতাকর্মী নিয়ে জাকির হোসেন সরকারের বাসভবনে যান এবং তার হাতে ফুল দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকির হোসেন সরকারের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাপুকুরের ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আতাউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তোজাম্মল হক মন্টু প্রমূখ।

অন্যদিকে গত শনিবার রাতে মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, ১৫ নং বড়হযরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হক, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ নেতা রাশিদুল ইসলাম রঞ্জু সহ শতাধিক নেতাকর্মী জাকির হোসেন সরকারের হাতে ফুল দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন।

উল্লেখ্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং সে মোতাবেক মনোনয়নপত্র জমা দিলে তার মনোনয়ন পত্রটি জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন পরবর্তীতে জাকির হোসেন সরকার নির্বাচন কমিশনে আপিল করে তার প্রার্থিতা ফিরে পান। এরপরই মিঠাপুকুর উপজেলায় নির্বাচনের আমেজ শুরু হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply