মিঠাপুকুরে মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র বাকবিতন্ডা, ক্ষোভ ও অসন্তোষ

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র অসৌজন্যমূলক আচরণ ও বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আলোচনা সভা শুরুর আগে ইউএনও’র কক্ষে এ ঘটনা ঘটে। এতে মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগদানের জন্য ১০/১৫ জন মুক্তিযোদ্ধা ইউএনও শাহরিয়ার রহমানের কার্যালয়ে আসেন। সভা শুরুর পূর্বে তারা ইউএনও’র কক্ষে প্রবেশ করে উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযোদ্ধা উদ্যানের ভিত্তি প্রস্ত স্থাপন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের না জানানোর অভিযোগ তোলেন। প্রতিউত্তরে ইউএনও’র মন্তব্য শুনে ফুঁসে ওঠেন মুক্তিযুদ্ধারা। শুরু হয় বাকবিতন্ডা। এ সময় ইউএনও মুক্তিযোদ্ধাদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, কয়েকটি বিষয় নিয়ে আমরা ইউএনও’ কাছে গিয়েছিলাম। তিনি আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তিনি অভিযোগ করে আরও বলেন, মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক অনুষ্ঠানর আমাদের জানানো হয়না। অনেক বিষয়ে আমরা জানিওনা। একই কথা বলেন আরেক মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন।

এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। দেখা করা করার চেষ্টা করা হলেও এড়িয়ে যান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply