স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ৩’শ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বেদখল হওয়া খাস সম্পত্তি দখলমুক্ত করার পর গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণ করা হয়। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ২’শ জনকে এবং তৃতীয় ধাপে ১’শ জনকে জমির দলিল ও নির্মিত গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
এরমধ্যে উপজেলার বালুয়া মাসিমপুরে সরকারী সম্পত্তি উদ্ধার করে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প গৃহনির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আজ বুধবার নির্মানাধীন ঘর পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা।

পরিদর্শনকালে ইউএনও বলেন, ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ এই প্রকল্পের মাধ্যমে মিঠাপুকুরে ৩শ জনকে জমির দলিল ও গৃহনির্মাণ করে দেওয়া হয়েছে। এই গৃহনির্মাণ করতে আমরা সর্বোচ্চ গুনগত মান বজায় রেখেছি। আমরা চেষ্টা করছি যে এলাকার মানুষ, সেই এলাকায় গৃহনির্মাণ করে দিতে।
তিনি আরও বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপে বে-দখলে থাকা সরকারী সম্পত্তি উদ্ধার করে রাণীপুকুর ইউনিয়নের ভক্তিপুরে ১’শ ৫০, লতিবপুর ইউনিয়নের জায়গীর এলাকায় ৫০ জনকে ঘর ও জমির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে লতিবপুর ইউনিয়নের জায়গীরে ২২ জন ও বালারহাটে ১৮ জনকে গৃহনির্মাণ করে দেওয়া হয়। এরমধ্যে বালুয়া মাসিমপুর পলিপাড়ায় গৃহহীনদের জন্য ৬০ জনের ঘর নির্মানাধীন রয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়, মিঠাপুকুর প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার, সাধারন সম্পাদক সবুজ আহম্মেদ, যুগ্ম সম্পাদক শামীম আখতার, কোষাধ্যক্ষ শাহীন মন্ডল সহ স্থানীয় সুধীবৃন্দ।
এম২৪নিউজ/আখতার