মিঠাপুকুরে গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

গ্রামীণ ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মিঠাপুকুর উপজেলার গ্রামীণ ব্যাংক, বড়বালা মিঠাপুকুর শাখায় ১০ হাজার ৯’শ ৫৬ টি চারাসহ পীরগঞ্জ এরিয়ার অন্যান্য ৯ টি শাখায় মোট ১ লক্ষ ৩৫ হাজার ৭২ টি চারা সদস্যদের মাঝে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মিঠাপুকুর উপজেলার বড়বালায় এসব গাছের চারা বিতরণের উদ্বোধন করেন গ্রামীন ব্যাংক রংপুর জোনের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল আহসান।

মিঠাপুকুর শাখা ব্যবস্থাপক মো. মেশকাত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসব বৃক্ষের চারা বিতরণের সময় সদস্যদের মাঝে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ।

সদস্যরা জানান, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা পেয়ে তারা খুশি। এতে তাদের গাছের চারা রোপণে আগ্রহ বাড়বে। বাড়িতে ভরে উঠবে ফলদ, বনজ ও ওষুধি গাছ।
গ্রামীণ ব্যাংক রংপুর জোনের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল আহসান বলেন, গাছ আমাদের অতি মুল্যবান প্রাকৃতিক সম্পদ। শুধু মাত্র গাছ’ই পারে আমাদের পৃথিবীর তাপমাত্রা কমিয়ে বাসযোগ্য করতে। দেশব্যাপী বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে সরকারের এ সিদ্ধান্তের সাথে একাত্মতা ঘোষনা করে সারা দেশের গ্রামীন ব্যাংকের সকল শাখার সকল সদস্যকে বিনামূল্যে গাছের চারা বিতরন করছে গ্রামীন ব্যাংক। এরই অংশ হিসেবে আমরা মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার গ্রামীন ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করছি।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছে ।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে ২০২৪ সালে দেশব্যাপী ৩০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply