স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বাধীন মিয়া (৩০) নামে এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ জানুয়ারী) বিকেলে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৯ জানুয়ারী) বিকেলে তাকে কোর্টের মাধমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত স্বাধীন মিয়া উপজেলার বড়বালা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হরেকৃষ্ণপুর গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে। তিনি উপজেলার ১১নং বড়বালা ইউনিয়ন পরিষদের অধীনে দীর্ঘদিন ধরে গ্রাম পুলিশ হিসেবে চাকুরী করে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট বিট পুলিশ কর্মকর্তা তহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানায়, বিগত দশ-পনেরো বছর ধরে ২-১জন গ্রাম পুলিশ এর সহযোগীতায় বড়বালা ইউনিয়নের গুচ্ছগ্রামের আফরুজা বেগম দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ওই নারী মাদক ব্যবসায়ী আফরুজা বেগমকে গাঁজাসহ আটক করে পুলিশ।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে স্বাধীন মিয়াকে গ্রেফতার ও কোর্টে সোপর্দ্দ করা হয়েছে। তবে, এব্যাপারে আরো পুলিশী তদন্ত অব্যাহত আছে।
এম২৪নিউজ/আখতার