স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে এমএ খালেক মেমোরিয়াল স্কুলে শিক্ষার মান উন্নয়ন ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের লক্ষে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অত্র প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুস সাফী ফিরোজ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক (ইংরেজি বিভাগ) মো. শফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আব্দুর রহিম ও রাণীপুকুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মো. গোলাম মোস্তফা। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোছা. তাহমিনা বেগম ও অভিভাবক সদস্য মৌসুমী বেগম মৌ প্রমুখ।
আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠান থেকে-২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত ১২ জন শিক্ষার্থীকে আর্থিক সহযোগীতা সহ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক মো. রনজু। শেষে সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন, হাফেজ মো. মুজিবুর রহমান।
এম২৪নিউজ/আখতার