কাউনিয়ায় নকলে সহযোগিতা করায় প্রধান শিক্ষকের কারাদন্ড

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় এসএসসি পরীক্ষায় নকলে সহযোগিতা করায় হারাগাছের আলেফ উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর পল্টুকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে কারাদণ্ড দেন কাউনিয়ার ইউএনও উলফৎ আরা বেগম।

ইউএনও জানান, বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষকের কোনো দায়িত্ব ছিল না। তিনি অনৈতিকভাবে মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে নিজ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করছিলেন।

ওই সময় তাকে হাতেনাতে আটক করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ঘটনায় কেন্দ্র সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।