রংপুরে সহিংসতা, উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার:

সহিংসতা, উগ্রবাদ প্রতিরোধ সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল এন্ড ক্রাইম এর আয়োজনে সোমবার গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

প্রধান অতিথি মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, অপরিচিত লোক এলাকায় দেখা গেলে থানা পুলিশকে সংবাদ দিতে হবে। সব সময় নিজ নিজ এলাকায় দিনে ও রাতে গ্রামে পাহারা দিতে হবে। সমগ্র ইউনিয়ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব পালন করবে। সপ্তাহে অন্তত দুই দিন ও দুই রাত মহল্লাদারের কার্যক্রম আকস্মিকভাবে পরির্দশন করবে।

উগ্রবাদ প্রতিরোধ সামাজিক সচেতনতা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব, আবু মারুফ হোসেন, পুলিশ সুপার, (প্রশাসন ও অপরাধ ) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত, রংপুর এবং জনাব, ফজলে এলাহী, পুলিশ সুপার, (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রংপুর।

এম২৪নিউজ/আখতার