নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজের (রমেক) ছাত্রাবাস থেকে মুসফিকুর রহমান (২৬) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কলেজের পিন্নু ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী জানান, বিকেল পাঁচটার দিকে কলেজের পক্ষ থেকে খবর জানানোর পর ছাত্রাবাসের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের শরীর শক্ত ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুসফিকুর রহমান নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চার মাস আগে বিয়েও করেছেন। তার বাবার নাম গোলাম মোস্তফা। দু’বছর আগে তার পাস করার কথা ছিল। তার সহপাঠি অনেকেই ইর্ন্টান শেষ করেছে।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূরুন্নবী লাইজু বলেন, ওই শিক্ষার্থী ৪৩তম ব্যাচের। তিনি পাস না করায় পিছিয়ে পড়েছে। বর্তমানে ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে। তারও পরীক্ষা চলছিল। তিনি তার কক্ষে একাই ছিলেন। সন্ধ্যায় পিন্নু ছাত্রাবাস থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি অত্মহত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট না দেখে কিছু বলা যাবে না।
এম২৪নিউজ/আখতার