মার্কিন নির্বাচনে ফিলিস্তিনি মুসলিম নারীর জয়

অনলাইন ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছেন ফিলিস্তিন বংশোদ্ভূত মুসলিম নারী ইমান জোদেহ। কালারয়েডো এলাকার রিপাবলিকান প্রার্থী রবার্ট এনড্রিউসকে হারিয়ে মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে জয় পেয়েছেন তিনি।

১৯৭৪ সালে জোদেহের বাবা মোহাম্মদ ও মা সিহাম অভিবাসী ও শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের কালারয়েডোয় আসেন। ঈমান জোদেহ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন।

বুধবার নিজের জয়ের বিষয়ে টুইট বার্তায় তিনি বলেছেন, আমি পেরেছি। আমি সবার জন্য স্বপ্নের আমেরিকা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করব। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ফিলিস্তিনি আমেরিকান হিসেবে গর্বিত। আমি আমেরিকার নতুন প্রজন্ম। আমি যে রাজ্যের যাদের প্রতিনিধি হিসেবে কাজ করব আমার সেই কমিউনিটি ও জনগণের জন্য গর্ববোধ করছি। এখন আমার কাজের সময়।

রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে জোদেহ বিজয় পেলেও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পাওয়ার দোরগোড়ায় দলটির মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ইতিমধ্যে ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন এবং ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার