স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হওয়ায় বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি’র হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মন।
গত ৩০ এপ্রিল মিঠাপুকুর মডেল স্কুলে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা- ২০২৪ এ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত হন আব্দুল্লাহেল কাফি।
এই সাফল্যের পেছনে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর দিনগুলো যেন মসৃণ ও সাফল্য মন্ডিত হয় এজন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন দ্বিতীয়বারের মতো মিঠাপুকুর উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে মনোনীত রাণীপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহেল কাফি।
উল্লেখ্য, ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।
এম২৪নিউজ/আখতার