মিঠাপুকুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার রাণীপুকুরে সুমী কেরকাটা (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী দীপল টপ্যেকে গ্রেফতার করা হয়েছে।

আজ রবিবার (২৩ জুলাই) ভোরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের মমিনপুরের (আবাসন প্রকল্প) বাবলু কেরকাটার মেয়ে সুমী কেরকাটার সাথে ছয় মাস আগে বিয়ে হয় একই গ্রামের লেদা টপ্যের ছেলে দীপল টপ্যের সাথে। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

ঘটনার দু’দিন আগে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গ্রাম্য সালিশ হয়। স্থানীয়রা ধারণা করছে, শনিবার রাতের কোনো এক সময় স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। সুমী কেরকাটার পরিবারের দাবি, অভিযুক্ত দীপলের পরকীয়া সম্পর্ক ছিলেন।

এ ঘটনায় সুমীর বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্বামী দীপলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply