স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের মির্জাপুর ইউনিয়নের একটি বাড়িতে রবিবার রাত ৯ টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের ৯ টি ৩ টি ছাগল ও ১৫ জোড়া কবুতর পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি ইউনিয়নের রাজারাম এলাকার আব্দুল হাকিমের বাড়িতে। তার ছেলে রফিকুল ইসলাম আগুনের সূত্রপাতের কারন হিসেবে স্থানীয় মাবুদ ও মাছুদের দিকে আঙ্গুল তুলেছেন। তিনি বলেন তারা দুই ভাই পূর্ব পরিকল্পিত ভাবে পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে।
যুক্তি হিসেবে ঘটনার ৪০ মিনিট আগে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সেই জের ধরে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন অভিযুক্তরা।
এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছেন।
এদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান ৫ নং ওয়ার্ড সদস্য ইউপি সদস্য লাইজু মিয়া।
এম২৪নিউজ/রাব্বি