সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠ

কমল কান্ত রায়, গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় এবছর সরষে চাষের আবাদ বেড়েছে। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে এখন মুখরিত ফসলের মাঠ। হলদে রংয়ের সরষে ফুল প্রকৃতিকে করেছে অপরূপ। রং-বেরংয়ের প্রজাপতি আর মৌমাছির গুন গুন শব্দ আকৃষ্ট করছে সবাইকে।

তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ বছর সরিষার চাষ হয়েছে বেশি। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামের দীনবন্ধু এ বছর ৬৬ শতক, দেবেন ২২ শতক জমিতে সরিষা চাষ করেছেন। কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভাল হবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৫০ হেক্টর জমিতে সরষে আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এবছর সরষে চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার কারণে আবাদ কিছুটা বেড়েছে।

এম২৪নিউজ/আখতার