মিঠাপুকুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীর জরিমানা, একজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।

রবিবার বিকেলে জায়গীরহাটে অভিযান চালিয়ে নকল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ব্যবসায়ী মাহাবুবার রহমানকে ২ লাখ টাকা এবং শুকুরেরহাট গেনারপাড়ায় ভেজাল গুড় তৈরীর অপরাধে রতন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, চোলাই মদ তৈরীর করার দায়ে সাখাওয়াত হোসেন নামে এক মাদক ব্যবাসায়ীকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই আলম সিদ্দিকী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জায়গীর হাটে নকল প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে যৌথ বাহিনী নিয়ে ওই হাটে অভিযান চালানো হয়। এসময় ব্যবসায়ী মাহাবুবার রহমানের দোকান থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী তেল, সাবান ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা অনুযায়ী মাহাবুবার রহমানকে ২ লাখ টাকা এবং শুকুরেরহাট গেনারপাড়ায় নকল গুড় তৈরীর অপরাধে রতন মিয়া নামে এক ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অপরদিকে, চোলাই মদ তৈরী করার দায়ে রাণীপুকুর ইউনিয়নের পাইকান এলাকার সাখাওয়াত হোসেনকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার