চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা’র কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

শামীম আখতার ||

রংপুরের মিঠাপুকুর উপজেলার চেতনাগঞ্জ রহমানিয়া এতিমখানা (২০২৩-২০২৪ ইং) এর কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (৫ নভেম্বর)  সকাল ১০টা থেকে বিকাল ৩টা পযর্ন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৯৯ জন।

নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মকছুদুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট। সাধারন সম্পাদক পদে আনারস প্রতীক নিয়ে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোকছেদুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ ভোট।

এছাড়াও ১৩ জন প্রার্থীর মধ্যে কার্যকরী সদস্য পদে মো: গোলাম রব্বানী সরকার (৭৫ ভোট),  আবুল আরমান মো: বদরুজ্জামান (৬৭ ভোট), মো: আজাহার আলী (৬৩ ভোট), মো: ফজলুল হক (৬১ ভোট), আলহাজ্ব মো: এনছার আলী (৫৩ ভোট), মো: মনোয়ার হোসেন (৪৯ ভোট) ও মো: মাহবুবুল আলম (৪২ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে বিকাল ৫টার সময় ফলাফল ঘোষনা করেন দ্বায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার প্রভাষক মো: আতিয়ার রহমান। এসময় সাথে ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার মো: মেহেদী হাসান ও মো: আব্দুর রহমান।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রাণীপুকুর স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মো: শফিকুল ইসলাম মিলন (ইংরেজী), সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন প্রভাষক মো: আব্দুস সাফি ফিরোজ ও পোলিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন প্রভাষক মো: মুজিবুর রহমান। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দ্বায়িত্ব পালন করবেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply