খরার কবলে আম গাছ

স্টাফ রিপোর্টার:

এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় আম উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বদরগঞ্জের আম চাষিরা। প্রচণ্ড খরায় ইতিমধ্যে অনেক আমের গুটি ঝরে পড়ছে।

আমচাষি মাহাফুজ ও কুতুবুজ্জামান জানান, প্রচণ্ড খরায় আমের গুটি ঝরে পড়ছে। বৃষ্টি না হলে আম রক্ষা করাই কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবায়দুর রহমান মামুন জানান, আমরা আমচাষিদের তাদের বাগানগুলোতে পড়ন্ত বিকালের দিকে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছি। সেই সঙ্গে বিকালে আমের দানাগুলোতে সাদা পানি স্প্রে করার কথাও বলছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply