খালেদাকে স্থায়ী জামিন দিলো হাইকোর্ট

নড়াইলে করা মানহানি মামলা –

নিউজ ডেস্ক:

নড়াইলে করা মানহানি মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ।

এর আগে, এ মামলায় ২০১৮ সালের ১৩ আগস্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বৃদ্ধি করেন। তবে জামিনের মেয়াদ শেষ হয়ে আসায় চলতি বছরের ২৮ জানুয়ারি ফের আবেদন করা হলে আদালত খালেদা জিয়ার এক বছরের জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এ বক্তব্য পত্রিকায় প্রকাশ করা হলে নড়াইলের কালিয়ার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।