ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক:

একদল নেমেছিল শিরোপা ধরে রাখতে। দলটা বাংলাদেশ। আরেকদলের লক্ষ্য ছিল শিরোপা ফিরে পাওয়ার। দলটা ভারত। দুই দলের এই লড়াইয়ে জিতলো বাংলাদেশ। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ।

রোববারের (৮ ডিসেম্বর) ফাইনালে ৬০ রানে তারা হারালো শক্তিশালী ভারতকে। যে ভারত এই টুর্নামেন্টে আটবারের চ্যাম্পিয়ন!

ফাইনালের স্কোরটাই আগে জানাই। টসে হেরে দুবাইয়ের এই ফাইনালে বাংলাদেশ ব্যাট করতে নামে। ৪৯.১ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৯৮ রানে। খুব ভালো বা বড় কোনো স্কোর একে বলার উপায় নেই। কিন্তু ভারত এই রান তাড়া করতে নেমেই যে ভেস্তে গেল বাংলাদেশের পেস বোলিংয়ের ঝড়ে। ১৩৯ রানে শেষ ভারতের ইনিংস। ফাইনাল জিতলো বাংলাদেশ ৬০ রানের বিশাল ব্যবধানে।

হার-জিতের এই হিসেবই জানান দিচ্ছে পুরোদুস্তর একতরফা হয়েছে ফাইনাল ম্যাচ। ভারতের ব্যাটাররা দাড়াতেই পারেনি বাংলাদেশের পরিকল্পিত এবং সুশৃঙ্খল ব্যাটিংয়ের সামনে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply