৫৪৩ দিন পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের কলরবে মুখর স্কুল-কলেজ

অনলাইন ডেস্ক:

করোনা মহামারির কারণে ৫৪৩ দিন আগে সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল। দীর্ঘদিন বন্ধের পর রোববার খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজে শিশু-কিশোরদের কল-কাকলিতে আবারো মুখরিত হয়ে উঠেছে বিদ্যাপীঠের আঙ্গিনা।

রুটিন অনুযায়ী প্রথম দিন রোববার সকাল সাড়ে নয়টার আগেই প্রাথমিকের পঞ্চম শ্রেণি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছায়। প্রতিষ্ঠানের গেটে শিক্ষার্থীদের বরণ করে শিক্ষকরা শ্রেণিকক্ষে তিন ফুট দূরত্বে বেঞ্চে বসানো হয়। জিগজ্যাগ বা ইংরেজি বর্ণ জেড আকারে বেঞ্চ সাজানো হয়েছে।

এক বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো হবে। শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার নিজ আসনে বসার পর প্রথম ১০ মিনিট কোভিড-১৯ বিষয়ে আলোচনা করেন শ্রেণি শিক্ষক।

এরপর সকাল ৯টা ৪০ মিনিটে প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। তবে রুটিনে যাই থাকুক প্রথম দিন রেজিস্ট্রার তৈরি ও হালফিল করা ও শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করা। পরের তিনদিনও শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক ক্লাস নেওয়া হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply