তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ছয়জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

পঞ্চগড়, দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে বাবা-ছেলেসহ ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- তেঁতুলিয়া উপজেলার ভজনপুরের মোহাম্মদ আলী ও তার ছেলে আনিসুর রহমান, বোদা উপজেলার রিপন ইসলাম, লালমনিরহাট সদরের হারাটী ইউপির খামারগোবিন্দ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী সালেহা বেগম।

তেঁতুলিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, ছেলেকে সঙ্গে নিয়ে নিজের জমিতে ধান কাটছিলেন মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন। আকস্মিক বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বোদা থানা ওসি আবু সায়েম মিয়া জানান, আকাশে মেঘ দেখা দেয়ায় বাড়ির পাশ থেকে নিজের পালিত হাঁস আনতে যান রিপন হোসেন। ওই সময় বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হারাটী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক জানান, বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলেন সালেহা বেগম। বিকেলে আকাশে মেঘ দেখা দিলে ধান তোলার কাজে ব্যস্ত ছিলেন তিনি। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এছাড়া দিনাজপুর ও নীলফামারীতে বজ্রপাতে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।