এতিম শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি ও পুরস্কার বিতরণ করেছে জাহানারা ফাউন্ডেশন

খবর বিজ্ঞপ্তির:

আজ ৮ নভেম্বর রোজ (সোমবার) ঝিনাইদহের মথুরাপুর এতিমখানায় জাহানারা ফাউন্ডেশন এর উদ্যোগে সমাজ সচেতনতা ও অসহায় এতিম শিশুদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক সাবিয়া সুলতানা।

অনুষ্ঠানে সমাজ সচেতনতামূলক বক্তব্য রাখেন জাহানারা ফাউন্ডেশনের হেড অফ আপারেশন মোক্তার হোসেন, হেড অফ এইচআর শামিমা আহমেদ লিসা এবং এতিমখানার সন্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ।

অনুষ্ঠানসূচিতে ছিলো কুরআন তেলওয়াত প্রতিযোগিতা, ইসলামী সংগীত প্রতিযোগিতা, খেলাধুলা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভিন্ন দায়িত্বে ছিলেন মোঃ মনিরুল ইসলাম, ফাহিম ফয়সাল, বিথী খাতুন, তানজিলা শোভা, আব্দুল্লা, রেজা ও কাওছার।

এতে আমেরিকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জাহানারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ শরীফ সুমন। তিনি জানান, অদূর ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জাহানারা ফাউন্ডেশনের অগ্রণী ভূমিকা অব্যাহত থাকবে”।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply