মিঠাপুকুরে পরিত্যক্ত দোকান থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর ৬৯ বস্তা চাল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে খাদ্য বান্ধব কর্মসূচীর ৬৯ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রসাসন। উদ্ধারকৃত এসব চাল কে বা কারা পরিত্যক্ত দোকানে রেখে তালাবদ্ধ করে রেখেছিলেন।

বৃহস্পতিবার (৪-এপ্রিল) রাত ১০ টার দিকে উপজেলার চেংমারী ইউনিয়নের পাগলারহাট এলাকায় তালাবদ্ধ দুটি পরিত্যক্ত দোকান থেকে এসব চাল উদ্ধার করেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ। পরে, উদ্ধারকৃত চাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার পাগলারহাট এলাকায় বেশ কয়েকদিন থেকে দুটি দোকান তালাবদ্ধ থাকায় (নামপ্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তির সন্দেহ হয়। তিনি দোকানের শাটারের ভিতর দিয়ে দেখেন খাদ্য বান্ধব কর্মসূচীর বেশ কিছু চালের বস্তা মজুদ করে রাখা হয়েছে। বিষয়টি স্থানীয় ডিলারকে জানালে তিনি বলেন, এসব চাল তার নয়।

বিষয়টি সন্দেহ হলে তিনি আরও কয়েকজনকে ডাকেন। এসময় রাস্তার উত্তর পাশে আরো একটি তালাবদ্ধ দোকানে চাল মজুদ রয়েছে বলে তারা জানতে পারেন।

বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে ইউএনও এবং থানা পুলিশ রাত ১০ টার দিকে ঘটনাস্থলে এসে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় দুটি দোকানের ভিতর থেকে ৩০ কেজি ওজনের মোট ৬৯ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল জব্দ করেন। পরে চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় জমা দেওয়া হয়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ বলেন, চালগুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে এসব জনসাধারনের জন্য বন্টনের ব্যবস্থা করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply